• taltahighschool@gmail.com
  • 01309 119753
Logo

তালতা উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪৬৭৫, EIIN: ১১৯৭৫৩, কোড:৪০০৪, স্থাপিতঃ১৯৯২ ইং

  • অফিস লোকেশন :
  • ডাকঘরঃ আয়রা , উপজেলা ও থানা: শেরপুর, , জেলা: বগুড়া।
  • সভাপতির বাণী

    আস্সালামু আলাইকুম।

    সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস।  ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে  এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি

    মোঃ আরাফাত হোসেন

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বগুড়া

    ঐতিহ্যবাহী শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা

    সভাপতি,পরিচালনা পর্ষদ

    মোবাইল নং : ০১৭৩৩৩৩৫৪০৫

    ফোন (অফিস) : ০২৫৮৯৯০০০২৬

    ই-মেইল : adceduictbogura@mopa.gov.bd(অফিসিয়াল),

    hossainmd944@gmail.com (ব্যক্তিগত)